গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে পুকুরের পানিতে ডুবে আসমাউল হােসেন (১৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু আসমাউল জেলার গাংনী উপজেলার শিশিরপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে গ্রামের একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আসমাউলসহ ৯জন বন্ধু গ্রামের একটি পুকুরে গােসল করতে নামে। পুকুরের পানিতে খেলার এক পর্যায়ে আসমাউল পুকুরের পানিতে ডুবে যায়। খেলার সাথিরা বিষয়টি স্থানীয় লােকজনদের জানায়। এসময় স্থানীয় লােকজন পুকুরের পানিতে খােঁজাখুজির এক পর্যায়ে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে,কর্তব্যরত চিকিৎসক মৃত ঘােষণা করেন। গাংনী থানার ওসি তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।