গাংনী প্রতিনিধি :
নানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরের গাংনীতে পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে গাংনী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি আনন্দ শোভযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। এসময় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ আনন্দ শােভাযাত্রায় অংশগ্রহণ করে। পরে উপজেলা পরিষদ চত্ত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গাংনী উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা গান ও নৃত্য এবং কবিতা আবৃত্তি করে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান। এছাড়াও বিকেলে উপজেলা চত্বরে বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়। এদিকে উপজেলার বিভিন্ন সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে পহেলা বৈশাখ উপলক্ষে নানা আয়োজন করে।