সাহাজুল সাজু :
বুধবার মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদুল আযহা। পবিত্র ঈদুল আযহার নামাজ আদায়ের জন্য মুসলিম সম্প্রদায়ের মানুষ প্রস্তুত রয়েছে।
রাত পৌহালেই মুসলিম সম্প্রদায়ের সব বয়সী মানুষ ঈদুল আযহার নামাজ শেষে পশু কােরবানি দেবে। মুসলিম সম্প্রদায়ের রীতি অনুযায়ী মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন গ্রামের মুসলিম সম্প্রদায়ের মানুষ ভিন্ন স্থানে ঈদের নামাজ আদায় করবে। এদিকে গাংনী উপজেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে স্বাস্থ্যবিধি মেনে প্রথম পর্যায়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৬টার দিকে। এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টার সময়।
এছাড়াও সকাল ৬ টা থেকে সাড়ে ৯টা সময়ের মধ্য গাংনী উপজেলার বিভিন্ন গ্রামের স্ব-স্ব ঈদগাহ ও মুসজিদে স্বাস্থ্যবিধি মেনে ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হবে।
ঈদের নামাজের জন্য যেসব গ্রামের মুসলিম সম্প্রদায়ের মানুষ প্রস্তুত রয়েছে, সেগুলাে হলাে- গাংনী থানাপাড়া, চৌগাছা, বাঁশবাড়িয়া, শিশিরপাড়া, পশ্চিম মালসাদহ,পূর্বমালসাদহ,ফতাইপুর,হাড়িয়াদহ,ধানখােলা, মহিষাখােলা,আড়পাড়া, খড়মপুর,ভাটপাড়া-,কসবা, পাকুড়িয়া, দিঘলকান্দি,কুচিখালী জুগিন্দা, শানঘাট, জালশুকা, গাঁড়াডােব, চান্দামারী, পােড়াপাড়া, ঢেপা, চিৎলা, আজান, জুগিন্দা, বাহাগুন্দা, গােপালনগর, রাইপুর, শিমুলতলা, কড়ুইগাছি, বড় বামন্দী, ঝােড়পাড়া, দুলালনগর, এলাঙ্গী, বেড়, আনন্দবাস, শালদহ, চাঁদপুর, হেমায়েতপুর,ইকুড়ি, বাথানপাড়া,আমতৈল,মানিকদিয়া, বানিয়াপুকুর, করিমপুর, জুগিরগােফা, সহড়াবাড়িয়া কুন্জুনগর, শিমুলতলা, রুয়েরকান্দি, মিনাপাড়া, ভােলাডাঙ্গা, ঝােড়পাড়া, কােদাইলকাটি, রাজাপুর, সিন্দুরকােটা, কামারখালি, কুমারীডাঙ্গা, আকুবপুর, শুকুরকান্দি, হােগলবাড়িয়া, মহাম্মদপুর, বাওট, ছাতিয়ান, হাট বামন্দী, নিশিপুর, তেরাইল, ষােলটাকা, অলিনগর, মুন্দা, বাদিয়াপাড়া, পুরাতন মটমুড়া, নতুন মটমুড়া, রামনগর, চরগােয়ালগ্রাম, সাহারবাটী, হিজলবাড়ীয়া, কুলবাড়িয়া, চেংগাড়া, ধর্মচাকী, ভােমরদহ, কাষ্টদহ, মহেষপুর, জােড়পুকুরিয়া, কুঠি ভাটপাড়া, নওয়াপাড়া, মাইলমারী, হিন্দা, রাধা গােবিন্দপুর ধলা,রাম :কৃ: ধলা, কাথুলী, ভরাট, দুর্লভপুর,গাঁড়াবাড়িয়া,সহগলপুর,খাসমহল,রংমহল,পলাশীপাড়া,তেঁতুলবাড়ীয়া, করমদী, বালিয়াঘাট,ঝােড়াঘাট,দেবীপুর,চক কল্যাণপুর, হাড়াভাঙ্গা, কল্যাণপুর, সাহেবনগর, কাজীপুর, ভবানীপুর, বেতবাড়িয়া, রামদেবপুর, মৈত্রাপুর, সহড়াতলা, গরিবপুর, নওদাপাড়া, পীরতলা, ব্রজপুর।