আপডেট
মেহেরপুর নিউজ,২৫ জুলাই:
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুরে দূবৃত্তদের হামলায় নিহত পুলিশ কনষ্টেবল আলাউদ্দীনের খোয়া যাওয়া শর্টগান টি উদ্ধার করেছে পুলিশ। এসময় কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার বারইপাড়া এলাকা থেকে মাদক বহনকারী সেই মাইক্রোবাস টি পরিত্যক্ত অবস্থায় আটক করা হয়েছে। শনিবার ভোরে কুষ্টিয়া ডিবি,মিরপুর এবং গাংনী থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে মাইক্রোবাস টি আটক করে। মাইক্রোবাস টি বর্তমানে কুষ্টিয়া ডিবি পুলিশের কাছে রয়েছে। অস্ত্র উদ্ধার ও মাইক্রোবাস আটকের তথ্য নিশ্চিত করেছে গাংনী থানার ওসি আকরাম হোসেন। এদিকে, পুলিশ কনষ্টেবল আলাউদ্দীন ধারালো অস্ত্রে আঘাতে না কি মাইক্রোবাস চাপায় নিহত হয়েছে তা নিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়েছে। তবে গাংনী থানার ওসি আকরাম হোসেন জানিয়েছেন মাইক্রোবাস চাপায় মারাত্বক আহত হয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় পীরতলা পুলিশ ক্যাম্পের সদস্য আলাউদ্দীন। নিহত আলাউদ্দীন কুষ্টিয়া জেলার দৌলৎপুর উপজেলার খলিসাখুন্ডি গ্রামের মৃত রতন আলীর ছেলে।
এদিকে, শেষ খবর পাওয়া পর্যন্ত কুষ্টিয়া কাটাইখানায় নিহত কনষ্টেবল আলাউদ্দিনের লাশের ময়নাতদন্ত চলছে। ময়না তদন্ত শেষে লাশ মেহেরপুর পুলিশ লাইনে নিয়ে আসা হবে। সেখানে ১ম জানাযা শেষে তার পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হবে পুলিশের একাধীক সূত্রে তা জানা গেছে।