মেহেরপুর নিউজ, ০৪ আগষ্ট: জঙ্গিবাদ বিরোধী সমাবেশ ও জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেকের সমর্থকদের কাছে লাঞ্চিত হলেন মেহেরপুর ও চুয়াডাঙ্গা আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য সেলিনা আখতার বানু। পরে পুলিশের হস্তক্ষেপে তিনি অনুষ্ঠান স্থল থেকে বেরিয়ে আসেন। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে গাংনী উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জঙ্গিবাদ বিরোধী সমাবেশ ও আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতি সভার শেষ দিকে গাংনী উপজেলা মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্য দেয়ার সময় সংসদ সদস্য এ ঘটনার স্বীকার হন। স্থানীয়রা ও আওয়ামীলীগের নেতাকর্মীরা জানান, প্রস্তুতি সভায় বক্তারা নারী সংসদ সদস্যকে সেলিনা আখতার বানুকে উদ্দ্যোশে করে টিআর, কাবিখা, সোলার প্রকল্পের অর্থ কাকে দিয়েছেন এমন প্রশ্ন করেন। ওই সকল প্রকল্পের অর্থ বিএনপি-জামায়াতের লোকজনকে দেয়ার অভিযোগ ওঠে সংসদ সদস্যর বিরুদ্ধে। পরবর্তিতে সংসদ সদস্য সেলিনা আখতার বানু বক্তব্যে দেয়া শুর করলে সকল নেতাকর্মীর বিরুদ্দে আপত্তির কথা বলতে শুরু করেন। এসময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেকের সমর্থকরা মিলনায়তনের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে। এনিয়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশের একটি দল পরিস্থিতি নিয়ন্ত্রনে নিলে সংসদ সদস্য বক্তব্য শেষ না করে অনুষ্ঠান স্থল ত্যাগ করেন। সংসদ সদস্য সেলিনা আখতার বানু অভিযোগ করে বলেন, নেতাকর্মীরা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ খালেকের পক্ষ নিয়ে তাকে আক্রমন করার উদ্দেশ্যে নিয়ে তার রাজনৈতিক পরিচয় নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে কটাক্ষ করে বক্তব্য দেন। তাদের বক্তব্যের জবাব দিতে শুরু করলে এম এ খালেকের সমর্থকরা হলরুমে উত্তেজনা সৃষ্টি করে তার উপর হামলা চালানোর চেষ্টা করে । তিনি বলেন, এসময় তাদের উভয়পক্ষের নেতাকর্মীদের সাথে ধাক্কা ধাক্কির ঘটনা ঘটে। পরে গাংনী থানা পুলিশ আমাকে সেখান থেকে উদ্ধার করে বাড়িতে পৌছে দেন। এ বিষয়ে থানায় কোনো জিডি বা অভিযোগ করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তিনি সরাসরি এ বিষয়ে এম এ খালেকের বিরুদ্ধে অভিযোগ করবনে বলে জানান। সেলিনা আখতার বানু আরো অভিযোগ করে বলেন, হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, গাংনী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম এবং এম এ খালেকের গাড়ি চালক হাফিজ পুর্ব পরিকল্পনা মাফিক তার উপর আক্রমন করার চেষ্টা করলে সংসদ সদস্যর লোকজন তাদের ধাক্কা দিয়ে সরিয়ে দেন বলে তিনি জানান। গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং ওই সমাবেশের সভাপতি শহিদুজ্জামান খোকন বলেন, একে অপরের বিরুদ্ধে বিদ্রুপ মনোভাব নিয়ে বক্তব্য দেয়ার কারণে অনুষ্ঠানে উত্তেজনার সৃষ্টি হয়। ফলে সুষ্ঠভাবে অনুষ্ঠানটি সম্পন্ন করা সম্ভব হয়নি। তবে অভিযুক্ত জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক বলেন, কোনো উত্তেজনা ঘটনা ঘটেনি। সংসদ সদস্য বক্তব্য দেয়ার সময় আপক্তিবর কথাবার্তা বলায় হলরুমে বসে থাকা নেতাকর্মীরা উত্তেজিত হয়ে গেলে তিনি তার বক্তব্য শেষ করতে পারেননি। এছাড়া কোনো ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, বক্তব্য দেয়া নিয়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা হয়েছিল। পরিস্থিতি কিছুক্ষন পরে স্বাভাবিক হয়ে যায়।