বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে নাবা সীডের উদ্যােগে ভূট্টা চাষের উপর মাঠ দিবস অনুষ্ঠিত

By Meherpur News

April 27, 2025

সাহাজুল সাজু :

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের দিগলকান্দি গ্রামে ভূট্টা চাষের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে নাবা ৫৫ সীডের উদ্যােগে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাবা ভূট্টা সীডের স্থানীয় পরিবেশক হাইউল নবী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পরামর্শমূলক বক্তব্য রাখেন নাবা ক্রপ কেয়ার লিমিটেডের বিজনেস ম্যানেজার কৃষিবিদ হারুন অর রশীদ।

বিশেষ অতিথি হিসেবে ভূট্টা চাষের উপর বক্তব্য রাখেন নাবা ক্রপ কেয়ার লিমিটেডের হেড অব সেলস কৃষিবিদ আব্দুল মালেক।

নাবা ক্রপ কেয়ার লিমিটেডের চুয়াডাঙ্গা-মেহেরপুর এর সেলস ম্যানেজার ফিরােজুল আহমেদ এর সঞ্চালনায়-এ সময় কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন দিগলকান্দি গ্রামের জাহাঙ্গীর হােসেন, ইদ্রিস আলী,সুমন হােসেন,ফারুক হােসেন,এজের আলী,গাফ্ফারুল ইসলাম,জুগিন্দা গ্রামের আবু তাহের,পাকুড়িয়া গ্রামের আব্দুস সালাম,মহাম্মদ আলী প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন নাবা ক্রপ কেয়ার লিমিটেডের মেহেরপুর অঞ্চলের মার্কেটিং অফিসার মিনারুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে ভূট্টা চাষের উপর আলােচনা অনুষ্ঠিত হয়। পরে ভূট্টার মাঠ পরিদর্শন করেন নাবা ক্রপ কেয়ার লিমিটেডের কর্মকর্তাবৃন্দ।

এসময় স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন। স্থানীয় কৃষকরা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন,আমরা বিভিন্ন কােম্পানীর ভূট্টার বীজ কিনে বপন করে আশানুরূপ ফলন পায়নি। এবার নাবা ৫৫ জাতের ভূট্টার বীজ বপন করে লক্ষ্যমাত্রার চেয়েও বেশী ফলন পেয়েছি। বিশেষ করে এ জাতের বীজে গাছ বড় হয়। ফলনও বেশি। অথচ ঝড়ে গাছ ভেঙে যায়না। বিঘা প্রতি ৫০-৫৫ মণ পর্যন্ত ফলন পেয়েছি।