তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
বৈশ্বিক ব্যাধি নোভেল করোনা ভাইরাস আতঙ্ক বাংলাদেশের মানুষের মধ্যেও ভীতির সঞ্চার করেছে। মেহেরপুরের গাংনী উপজেলাতেও এর প্রভাব কিছুটা হলেও পড়েছে।
এই আতঙ্কের সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি ও কৃত্রিম সংকট তৈরি করার পাঁয়তারা করছে। এ কৃত্রিম সংকট বন্ধ ও নোভেল করোনা ভাইরাস আতঙ্কে জনমনে ভীতির সঞ্চার রোধকল্পে মাঠে নেমেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক।
শনিবার বিকালে গাংনী বাজার কমিটির সভাপতি ও অন্যান্য সদস্য এবং নেতাকর্মীদের সাথে নিয়ে বাজার পরিদর্শন করেন। বাজার ঘুরে দেখা গেছে মাত্র এক সপ্তাহের ব্যবধানে চাল (৫০ কেজির বস্তা) ২-৪শ, পেঁয়াজ ১০ -২০, রসুন ৩০-৪০, মাছের বাজার ঘুরে দেখা যায় তেলাপিয়া মাছ ছাড়া অন্যান্য মাছের দাম কেজি প্রতি ২০-৩০ টাকা ও ডিম প্রতি পিস ১ টাকা করে বৃদ্ধি পেয়েছে। তিনি ব্যবসায়ীদের সাথে এ বিষয়টি নিয়ে আলাপ করেন ও তাদের চালান পর্যবেক্ষণ করে দেখেন।
তিনি বলেন, অসৎ উপায়ে কৃত্রিম সংকট তৈরি করে যদি কোন ব্যবসায়ী অধিক মুনাফা লাভের চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় পৌর মেয়র আশরাফুল ইসলাম, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, পৌর আওয়ামী লীগের সভাপতি সানোয়ার ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন ও ছাত্রলীগের অন্যান্য সদস্যবৃন্দ, গাংনী বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপনসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।