বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে যুব কাবাডি অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

January 23, 2025

সাহাজুল সাজু :

মেহেরপুরের গাংনীতে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে যুব কাবাডি (অনুর্ধ্ব-১৮)এর খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। কাবাডি ম্যাচে গাংনী উপজেলার ৬ নং ষোলটাকা ইউনিয়ন (মানিকদিয়া আলেম মাদ্রাসা) কাবাডি (বালিকা) দলকে হারিয়ে ৭ নং সাহারবাটী ইউনিয়ন কাবাডি (বালিকা) দল (জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়) উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

একইভাবে কাবাডির ২য় ম্যাচে উপজেলার ৬ নং ষোলটাকা ইউনিয়ন (মানিকদিয়া আলিম মাদ্রাসা) কাবাডি (বালক) দলকে ব্যাপক পয়েন্ট ব্যবধানে হারিয়ে ৭ নং সাহারবাটী ইউনিয়ন কাবাডি (বালক) দল (জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়) উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে জোড়পুকুরিয়া মাধ্যমিক ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুব কাবাডি (অনুর্ধ্ব-১৮)এর শুভ উদ্বোধন ঘোষণা করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, উপজেলা প্রকৌশলী ফয়সাল আহমেদ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোত্তালিব আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক, পল্লী উন্নয়ন অফিসার কামরুল হাসান , উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান , উপজেলা আনসার ভিডিপি অফিসার সাইদুর রহমান, উপজেলা সহকারী প্রোগ্রামার আব্দুর রাকিব।

যুব কাবাডি অনুর্ধ্ব-১৮ (বালক-বালিকা) প্রতিযোগিতা এর আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নূরানী।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ক্রীড়াবিদ, সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, ক্রীড়াবিদ আতর আলী।

কাবাডি খেলা পরিচালনা করেন, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আব্দুল হান্নান, মানিকদিয়া আলিম মাদ্রাসার শিক্ষক আব্দুল মালেক প্রমুখ।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের টিম ম্যানেজার , টিম কোচ ও টিম ক্যাপ্টেনের হাতে ট্রফি প্রদান করা হয়। গাংনী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা , সকল শিক্ষার্থী ও স্থানীয় ক্রীড়া প্রেমি দর্শকবৃন্দ খেলা উপভোগ করেন।