সাহাজুল সাজু :
সারাদেশের ন্যায় মেহেরপুরের গাংনী এলাকার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ । এতে বোরো ধান নিয়ে দু:শ্চিন্তায় পড়েছেন চাষিরা। অন্যদিকে তীব্র তাপপ্রবাহের কারণে অতিষ্ঠ হয়েছে প্রাণীকূল। গত কয়েক সপ্তাহ ধরে তাপমাত্রা যেনাে বেড়েই যাচ্ছে । এতে তীব্র গরম অনুভূত হচ্ছে। প্রতিদিন এ এলাকায় ৪০ ডিগ্রীর উপরে তাপমাত্রা বিরাজ করছে।
মেহেরপুর জেলার গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামের ধান চাষি আমজাদ আলী জানান, রাত দিন ২৪ ঘণ্টা চালানো হচ্ছে সেচ-পাম্প। তবুও সেচের জোগান হচ্ছে না। দিনের বেলায় তীব্র খরতাপে জমিতে সেচ দেওয়ার সঙ্গে সঙ্গেই তা শুকিয়ে যাচ্ছে। ফলে ধানের শীষ বের হওয়ার গুরুত্বপূর্ণ সময়ে চিটা পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
অন্যদিকে প্রচণ্ড তাপদাহের বিরূপ প্রভাব পড়েছে শ্রমজীবী আর কর্মজীবী মানুষের জীবনে। গ্রামের চায়ের দোকানগুলোতে যেখানে মানুষ অবসর সময় আড্ডা দেয় সেখানের চিত্রও বদলে গেছে। সকাল ৮টার পর তেমন কাউকেই পাওয়া যাচ্ছে না এসব দােকানগুলােতে । শহরের সড়কগুলোর মতো গ্রামের রাস্তাঘাট হয়ে যাচ্ছে ফাঁকা। শ্রমজীবী আর কর্মজীবী মানুষ তীব্র রোদ ও গরমে কাজ করতেও পারছে না। ফলে তাদের আয়-রোজগারে একটা বড় ধরনের ধাক্কা লেগেছে।
স্থানীয়রা জানান, এক সময় গাছ- গাছালিতে ভরপুর ছিল গ্রামগুলো। বড় বড় গাছ উজাড় করার কারণে আবহাওয়া প্রতিকূলতা দেখা দিয়েছে। যতােটুকু শীতল ছায়া রয়েছে, তা তীব্র গরমকে প্রতিরোধ করতে পারছে না।