টপ নিউজ

গাংনীতে ডিস ব্যবসায়ীকে নির্যাতন ও হামলার অভিযোগ

By মেহেরপুর নিউজ

September 10, 2021

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা গ্রামে আরেফিন রেজা (২২) নামের এক ডিস ব্যবসায়ীর নামে নারীর সাথে অবৈধ সম্পর্কের অভিযোগে সালিস বসিয়ে নির্যাতন ও জরিমানা আদায় করা হয়েছে। শুধু সালিসে নির্যাতন করে ক্ষ্যান্ত হয়নি। তাকে রাতের আঁধারে কয়েকজন যুবক হামলাও করেছেন।

হামলা-নির্যাতনের শিকার আরেফিন রেজা বর্তমান গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ডিস ব্যবসায়ি রেজা হাড়াভাঙ্গা গ্রামের মাদ্রাসাপাড়ার কামাল হোসেন বিশ্বাসের ছেলে। গত বুধবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে হাড়াভাঙ্গা গ্রামে হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে ডিস ব্যবসায়ি আরেফিন রেজা হাড়াভাঙ্গা গ্রামের বাগানপাড়ার একটি চায়ের দোকানে বসেছিলেন। এসময় একই গ্রামের আব্দুল আজিজের ছেলে যুবক শাওন ডিস লাইনের সমস্যার কথা জানিয়ে তা মেরামত করার জন্য মোবাইলফোনে আরেফিন রেজাকে ডেকে নেয়। শাওন আলীর ডাকে রেজা তার কাছে যাচ্ছিলেন।

আগে থেকে ওত পেতে থাকা রেজার ডিস ব্যবসায়ীক প্রতিদ্বন্দ্বী ফারুক হোসেন ও তার বন্ধু একই গ্রামের মশিউর, ওহাব ও শাহীনসহ একটি সঙ্ঘবদ্ধদল তার ওপর আতর্কিত হামলা চালিয়ে রক্তাক্ত জখম করেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত আরেফিন রেজার বাবা কামাল হোসেন বিশ্বাস জানান, ডিস সংক্রান্ত ব্যবসা নিয়ে কয়েক বছর যাবত আমার ছেলে আরেফিন রেজার সাথে একই গ্রামের ফারুক হোসেনের দ্বন্দ্ব চলছিল। পূর্ব শক্রতার জের ধরে ফারুক ও তার লোকজন আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছিল। তবে স্থানীয় লোকজন ছুটে আসলে,সে প্রাণে বেঁচে যায়।

এ বিষয়ে প্রতিপক্ষ ফারুক হোসেন হামলার অভিযোগ অস্বীকার করে জানান, এ হামলার বিষয়ে আমি কিছুই জানিনা। তবে কিছুদিন আগে আরেফিন রেজা এলাকার একটি মেয়ের সাথে অনৈতিক কর্মকাণ্ডে ধরা পড়ছিল।

ওই ঘটনায় গ্রাম্য সালিসের মাধ্যমে তাকে শারীরিক শাস্তি দিয়েছিলেন গ্রাম্য মাতব্বররা। সেই সাথে তাকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। সে নগদ ১৫ হাজার টাকা নগদ টাকা দিয়েছিল। বাকি টাকা এখনও দেয়নি। তার সাথে আমার কোন বিরোধও নেয়। তবে কারা তাকে হামলা চালিয়েছে সেটা আমি জানিনা। এদিকে এ ঘটনায় হামলাকারীদের নামে মামলার প্রস্তুতি নিচ্ছে আহত আরেফিন রেজার পরিবার।