অন্যান্য

গাংনীতে ডাকাতি ও মানব পাচার সহ বিভিন্ন অভিযোগে গ্রেফতার-৬

By মেহেরপুর নিউজ

April 15, 2015

মেহেরপুর নিউজ,১৫ এপ্রিল: মেহেরপুরের গাংনী থানা পুলিশ অভিযান চালিয়ে ডাকাতি ও মানব পাচার সহ বিভিন্ন অভিযোগে ৬ কে গ্রেফতার করেছে। বুধবার ভোর রাতে উপজেলার ভোমরদহ,পীরতলা,কালি গাংনী ওবানিয়াপুকুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন,বানিয়াপুকুর গ্রামের নবীছুদ্দীন মিয়ার ছেলে ইয়াছউদ্দীন,চেংগাড়া গ্রামের রমজান আলীর ছেলে রবিউল ইসলাম,ভোমরদহ গ্রামের কাবরান আলীর ছেলে আবু তালেব,পীরতলা গ্রামের জলিল মিয়ার ছেলে জালাল উদ্দীন,কালি গাংনী গ্রামের মুক্তার ও মুন্তাজ আলী। গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, কালি গাংনী গ্রামের মুক্তার ও মুন্তাজ আলী ডাকাতি ও ভোমরদহ গ্রামের কাবরান আলীর ছেলে আবু তালেব কে মানব পাচার মামলায় গ্রেফতার করা হয়েছে। বাকীরা বিভিন্ন মামলার আসামী।