বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে ট্রাকের ধাক্কায় স্ত্রী নিহত ; স্বামী আহত

By মেহেরপুর নিউজ

December 16, 2024

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে ট্রাকের ধাক্কায় দিলরুবা খাতুন (৪৮) নামের এক নারী নিহত হয়েছেন। এসময় তার স্বামী সাজ্জাদুর রহমান (৫২) আহত হয়েছেন। হতাহতদের বাড়ি মেহেরপুর সদর উপজেলার বারাদী ইউনিয়নের কলাইডাঙ্গা গ্রামে।

স্থানীয়রা জানান, দিলরুবা ও তার স্বামী সাজ্জাদ মােটরসাইকেলযােগে বাড়ি থেকে গাংনী উপজেলার পুরাতন মটমুড়া গ্রামের এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। পথে মধ্যে বামন্দী কামারপাড়া নামক স্থানে পৌঁছালে,মেহেরপুর থেকে কুষ্টিয়া গামি একটি ড্রাম ট্রাক পিছন থেকে মােটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় তারা স্বামী-স্ত্রী মােটরসাইকেল থেকে ছিটকে পড়ে। এক পর্যায়ে দিলরুবা ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। আহত হন তার স্বামী সাজ্জাদ ।

পথচারীরা আহত সাজ্জাদকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করেন। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, পুলিশের একটিদল লাশ উদ্ধার করেছে।