বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে জমি দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় আহত-১

By মেহেরপুর নিউজ

December 16, 2024

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে জমি সংক্রান্ত বিরােধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আব্বাস উদ্দীন (৫৫) নামের এক গরু ব্যবসায়ী আহত হয়েছেন। আহত আব্বাস গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ানের বাওট গ্রামের মৃত বাবুর আলীর ছেলে।

সোমবার বিকালের দিকে বামন্দী বাজারে হামলার ঘটনা ঘটে।

আহত আব্বাস উদ্দীন জানান, আমার চাচাতো ভাই শামীম হােসেনের সাথে গ্রামের খােকন আলীর জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। এনিয়ে কয়েকদিন আগে তাদের মধ্যে কথা কাটাকাটিও হয়। এরই জের ধরে আমার চাচাতাে ভাই শামীম না পেয়ে বামন্দী বাজারে আমাকে একা পেয়ে খােকন ও তার লােকজন পিটিয়ে রক্তাক্ত জখম করে। এসময় স্থানীয় লােকজন আমাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করে।

গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান, এখন পর্যন্ত এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।