গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া গ্রামে জমি দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১৭জন আহত হয়েছেন। মারাত্বক আহতরা হলেন-তেতুঁলবাড়ীয়া গ্রামের মোল্লাপাড়ার কাদের আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৪০), ওসমান আলীর ছেলে সুমন হোসেন,আবুল কাশেমের ছেলে কাফিরুল ইসলাম,চতুর আলীর ছেলে বুদু হোসেন ও মোফাজেল হোসেনের ছেলে নাজিম উদ্দীন।
অন্যপক্ষের কয়েকজন আহত হয়েছেন। এরা হলেন-একই গ্রামের মৃত আজিবার আলীর ছেলে হজরত আলী,ওই গ্রামের সোনা মিয়া,মঙ্গল আলী ও আজগর আলী।
মঙ্গলবার সকাল ৮টার দিকে তেঁতুলবাড়ীয়া গ্রামের মোল্লাপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে কাফিরুল ও বুদুর শারীরিক অবস্থার অবনতি হওয়ার তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীরা গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
আহত কাফিরুল ইসলাম জানান, তেঁতুলবাড়ীয়া গ্রামের সোনাতন আলীর সাথে ৬৭ শতক জমি ক্রয় করেন আমার বাবা। ওই জমি জবর দখল করে চাষাবাদ করে আসছিলেন একই গ্রামের মৃত আজিবার আলীর ছেলে হযরত আলী। এনিয়ে দীর্ঘ বছর মামলা চলে আসছে। সম্প্রতি জমি ফিরে পেতে আমিসহ আমার ভাইয়েরা গাংনী থানায় একটি লিখিত অভিযোগ দিই। অভিযোগের প্রেক্ষিতে উভয়পক্ষের লোকজনকে নিয়ে গাংনী থানায় একটি সালিস মিমাংসা হয়। সালিসে ওই জমি আমাদের পাওনা হয়। এবং সালিসের সময় হযরত আলী এক মাসের মধ্যে দখলকৃত জমি ছেড়ে দেয়ার কথা বলেন। তারপরও আজ মঙ্গলবার সকালে হযরত আলী তার লোকজন নিয়ে ওই জমি চাষ করতে যান । এসময় আমরা তাকে বারণ করলে,তার লোকজন দিয়ে আমাদের লোকজনকে পিটিয়ে রক্তাক্ত জখম করেন।
এ বিষয়ে হযরত আলী জানান এ জমি আমার বাপ-দাদার । তাই শরিকানা জমি চাষ করতে গেলে,কাফিরুলের লোকজন আমার পক্ষের ৪জনকে পিটিয়ে আহত করেন। গাংনী থানার ওসি আব্দুল রাজ্জাক জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে।