মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা গ্রামে ছেলের হাতে লাঞ্চিত হয়ে আত্মহত্যা করলেন হাফিজুল ইসলাম(৪৫) নামের হতভাগ্য এক বাবা। শনিবার দুপুর ২টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এর আগে শনিবার সকাল ৮ টার দিকে নিজ বাড়িতে বিষপান করে হাফিজুল ইসলাম। অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়ায় নেয়া হয় ।
স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় উপজেলার ষোলটাকা গ্রামে জুয়েল তার পিতা হাফিজুল ইসলাম কে শারিরিক ভাবে লাঞ্চিত করে। এ ঘটনায় অপমান এবং অভিমানে শনিবার সকালে বিষপান করলে মূমূর্ষ অবস্থায় তাকে প্রথমে গাংনী হাসপাতালে নেয়া হলে তার অবস্থার অবনতি হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। হাফিজুল ইসলাম ষোলটাকা গ্রামের জয়রুদ্দীনের ছেলে।
গাংনী থানার ওসি তদন্ত মোক্তার হোসেন জানান,এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনী। অভিযেগ পেলে ব্যবস্থা নেয়া হবে।