গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে খাইরুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। এ সময় স্থানীয়রা ধাওয়া করে সানোয়ার হোসেন নামের এক ছিনতাইকারীকে আটকে গণধােলাই শেষে পুলিশে দিয়েছেন।
ছুরিকাঘাতে আহত খাইরুল ইসলাম গাংনী উপজেলার তেরাইল গ্রামের মৃত বিচার উদ্দীনের ছেলে। এবং আটক ছিনতাইকারী সানোয়ার বরগুনা জেলার তালতলী উপজেলার কড়ুইবাড়ীয়া গ্রামের হারুন অর রশিদের ছেলে। রবিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে তেরাইল গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। আহত খায়রুলকে স্থানীয়রা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। স্থানীয়রা জানান, রবিবার রাতে খাইরুল তেরাইল গ্রামের রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এসময় কয়েকজন ছিনতাইকারী খাইরুলের মােবাইলফােন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। খাইরুল ছিনতাইকারীদের প্রতিহত করার চেষ্টাকালে তাদের ছুরিকাঘাতে মারাত্বক ভাবে আহত হয়।
এ সময় স্থানীয়রা ধাওয়া করে সানােয়ার হােসেন নামের এক ছিনতাইকারীকে আটক করে গণধােলাই দেয়। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান,স্থানীয়দের দেয়া খবর পেয়ে, বামন্দী ক্যাম্প পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সানোয়ার হোসেনকে আটক করে থানায় নিয়ে এসেছে।