বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে ছাত্রলীগের লিফলেট বিতরণের প্রতিবাদে বিএনপির মশাল মিছিল

By মেহেরপুর নিউজ

February 03, 2025

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে বাংলাদেশ ছাত্রলীগের লিফলেট বিতরণ ও নাশকতার পরিকল্পনার অভিযোগের প্রতিবাদে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাত ৮টার দিকে জেলার গাংনী উপজেলার সাহারবাটী চারচারা বাজারে এই মিছিল অনুষ্ঠিত হয়।

গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুর নেতৃত্বে আয়োজিত এই মিছিলে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হোসাইন, গাংনী পৌর জাসাসের সাধারণ সম্পাদক সুলেরী আলভি, যুবদল নেতা শাহিবুল ইসলামসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তারা এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানান এবং দোষীদের শাস্তির দাবি করেন।