বিশেষ প্রতিবেদন

গাংনীর চেংগাড়াতে পাখির অভয় আশ্রম

By মেহেরপুর নিউজ

July 26, 2015

মেহেরপুর নিউজ,২৬ জুলাই:

অবাধে বন উজাড় আর শিকারিদের উৎপাতের কারণে হারিয়ে যেতে বসেছে নানা জাতের পাখি। তবে এর ব্যতিক্রম মেহেরপুরের গাংনী উপজেলার চেংগাড়া গ্রাম। এ গ্রামের একটি বাঁশবাগানে বিভিন্ন প্রজাতির পাখির আভাসস্থল গড়ে উঠেছে। গত দু বছর যাবৎ পাখি গুলো এ বাঁশ বাগানে অবস্থান নিয়েছে। স্থানীয়রা জানায়,ঘুঘু, সাদা বক,পানকৌড়ি, শামুকখোল সহ নাম না জানা অনেক দেশি-বিদেশি পাখির কলকাকলিতে ঘুম ভাঙ্গে এ গ্রামবাসির। বছর দু আগে হঠাৎ করেই আসতে শুরু করে নানা জাতের পাখি। স্থানীয় এলাকাবাসি আরো জানান, পাখি গুলো আমাদের গ্রামকে সুন্দর করে তুলেছে। কিন্তু কিছু অসাধু ব্যক্তি অবাধে পাখি শিকার করার কারনে হুমকির মুখে জীববৈচিত্র। পাখির আনাগোনার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে পাখি শিকারিদের আনাগোনাও। সম্প্রতি স্থানীয় কিছু পাখি শ্বীকারি অবাধে বাচ্চা সহ পাখি ধরে নিয়ে যাচ্ছে। গাংনী বন বিভাগ কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, পাখির অবাসস্থল নির্বিগ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন জানান,পাখি শিকার করলে বন্যপ্রাণী সংরক্ষন আধ্যাদেশ ১৯৮৪ আদেশ মোতাবেক দোষি ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।