মেহেরপুর নিউজ,১৭ সেপ্টেম্বর:
মেহেরপুরের গাংনীতে চিকিৎসা অবহেলায় মানছুরা নামের এক গর্ভবর্তীর মৃত্যু’র ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১০ টার দিকে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিনের নির্দেশে এ তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমটির আহবায়ক সহকারী কমিশনার ভুমি রাহাত মান্নান। সদস্যরা হলেন গাংনী হাসপাতালের আরএমও ডাঃ এম কে রেজা ও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার রফিকুল ইসলাম। তদন্ত কমিটির আহবায়ক সহকারী কমিশনার রাহাত মান্নান জানান,তদন্তের নির্দেশ পেয়ে ইতো মধ্যে কাজ শুরু করেছেন তারা। দ্রত সময়ের মধ্যে রিপোর্ট প্রদান করা হবে। উল্লেখ্যঃ গত শনিবার করমদী গ্রামের মহিবুল ইসলামের স্ত্রী ও তেরাইল গ্রামের হারেজ আলীর মেয়ে মানছুরা খাতুন (৩০) বাচ্চা প্রসবের জন্য গাংনী হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসা সেবা না পেয়ে মারা যায় সে।