মেহেরপুর নিউজ, ০৯ মে:
মেহেরপুরের গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলামের রোষানলের শিকার হয়েছে দু’জন পুরাতন ব্যবসায়ী। দোকানঘর সংস্কারের নামে প্রায় ৩০ বছরের ব্যবসা বন্ধ করে দিয়েছে বলে গাংনী পৌর মেয়রের বিরুদ্ধে অভিযোগ করেছেন দু’ব্যবসায়ী।
ব্যবসায়ী দু’জন হলো ফিসারি ফিড ব্যবসায়ী পৌর এলাকার উত্তর পাড়ার আঃ গণির ছেলে আনছার আলি ও থানা পাড়া এলাকার ইলেক্ট্রীক ব্যবসায়ী বশির আহম্মেদ। উভয় ব্যবসায়ী গাংনী তহবাজারের ভিতরে আধাপাকা দোকান ঘর নিয়ে ব্যবসা করে আসছিলেন।
জানা যায়,ইলেক্ট্রীক ব্যবসায়ী বশির আহম্মেদ এর বাবার নামে প্রায় ৩০ বছর আগে থেকে গাংনী উপজেলা পরিষদ থেকে গাংনী তহবাজারের ভিতরে একটি দোকানঘর বন্দোবস্ত নেওয়া হয় পরে ২০০২ সালের দিকে হাটের দোকানঘর গুলো পৌর সভার নিয়ন্ত্রনে চলে যায়। তখনও তারা পৌরসভাকে ট্যাক্স বা ভাড়া দিয়ে ব্যবসা করেছেন।
ফিসারি ফিড ব্যবসায়ী আনছার আলিও প্রায় ২৭ বছর ধরে ব্যবসা করে আসছেন। তাকেও দোকান ঘর থেকে বঞ্চিত করা হয়েছে। বঞ্চিত করার কারন জানতে চাইলে আনছার আলি বলেন আমাদের সাথে পৌর মেয়রের জমি জায়গা নিয়ে মতবিরোধ চলছে এছাড়াও বিনা রশীদে দোকান ঘরের টাকা দিতে চাইনি বলে পৌর মেয়র আমাদের দোকান ঘর দেবে না বলে জানিয়ে দিয়েছে।
ইলেক্ট্রীক ব্যবসায়ী বশির আহম্মেদ জানান, ব্যবসার শুরু থেকে আমরা রশীদের মাধ্যমে ভাড়া দিয়ে আসছি। এখন পৌর কর্তৃপক্ষ নতুন করে হাটের দোকান সংস্কার করার নামে নতুন চুক্তি করার কথা বলে। তাতে দোকান প্রতি ১ লক্ষ টাকা করে চুক্তি হয়। আমরা টাকা দিতে চাইলেও পৌর কর্তৃপক্ষ আমাদের সাথে আর নতুন করে বন্দোবস্ত করবেননা বলে জানিয়ে দেন। কারণ হিসেবে ভুক্তোভোগি আনছার আলি ও বশির আহম্মেদ বলেন টাকা জমা দেওয়ার রশীদ চাওয়ার কারণে পৌর মেয়র আশরাফুল ইসলাম ্ আমাদের দোকান ঘর দেবেনা।
পুরাতন ব্যবসায়ীদের ঘর না দেওয়ার বিষয়ে কাউন্সিলরদের সাথে মেয়রের সাথে বৈঠকও হয়। কাউন্সিলররা পুরাতন ব্যবসায়ীদের ঘর দেওয়ার বিষয়ে একমত হলেও মেয়র আশরাফুল ইসলাম তাদের সাথে একমত হতে পারেনি। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন তাদের দোকান ঘর দেওয়া হবেনা।
হাটের দোকানঘর আগে ১০ ফিট বাই ১০ ফিট করে দশটি দোকান ছিল। সেই দোকান ঘর ভেঙ্গে ৭ফিট বাই ১০ফিট করে বর্তমানে ঐ জায়গার উপর ১৩টি দোকান হয়েছে। রশিদ ছাড়াই দোকান প্রতি ব্যবসায়ীদের কাছ থেকে ১ লক্ষ টাকা করে নেওয়া হচ্ছে বলে জানা যায়।
জানতে চাইলে মেয়র আশরাফুল ইসলাম মোবাইল ফোন রিসিভ করেননি।
এদিকে বিনা রশিদে দোকান ঘর বরাদ্দের বিষয়ে এলাকাবাসির মধ্যে চলছে নানান গুঞ্জন। ব্যবসায়ী আনছার আলি অভিযোগ করেন মেয়র আশরাফুল ইসলাম রীতিমতো বেআইনী কাজ করে যাচ্ছেন এ যেন দেখার কেউ নেই।
এক প্রশ্নের জবাবে আনছার আলি বলেন, এ বিষয়ে জেলা প্রশাসক, গাংনী উপজেলা চেয়ারম্যান সহ উপজেলা নির্বাহি কর্মকর্তা বরাবর একটি আবেদন করেছেন।তিনি আরো বলেন, জেলা প্রশাসক আইনগত ব্যবস্থা নিয়ে এর একটি সুরাহা করার আশ্বাস দেন।