বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে ঘর পেলাে অসহায় পরিবার

By মেহেরপুর নিউজ

June 11, 2024

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর (গৃহ) প্রদান কার্যক্রমে জমিরদ লিলসহ বাড়ি হস্তান্তরের করা হয়েছে।

সোমবার সকালের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর প্রদানের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের জন্য আবাসন নিশ্চিত করতে সরকারের আবাসন কর্মসূচি আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে উপজেলার দুটি পরিবারের হাতে ঘরের কাগজপত্র হস্তান্তর করা হয়।

গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস (পিআইও) আয়োজিত ও উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নাদির হোসেন শামীম। অনুষ্ঠানে ধানখোলা ইউপির দু’জন ভূমিহীনকে ঘর বরাদ্দ দেয়া হয়। ঘরবাড়ি পেয়ে সন্তোষ প্রকাশ করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, মেম্বর, সরকারী অফিসের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।