বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে গোল্ডকাপ ভলিবল টুর্ণামেন্টের সমাপনী অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

January 17, 2025

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে জাতীয় গোল্ডকাপ ভলিবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

৫ টি দল নিয়ে লীগ টুর্ণামেন্টে গত বৃহস্পতিবার দিনব্যাপী খেলায় গাংনী পৌর ভলিবল দল ৮ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পক্ষান্তরে গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ভলিবল দল ৬ পয়েন্ট নিয়ে রানার্স আপ লাভ করে।  পরবর্তিতে ম্যাচ কমিটির সিদ্ধান্তে গাংনী পৌর ভলিবল দল ও তেঁতুলবাড়ীয়া ভলিবল দলে মধ্যে প্রীতি ম্যাচের আয়োজন করা হয়।  শ্বাসরুদ্ধকর প্রীতি ম্যাচে ৩-২ সেটে গাংনী পৌর ভলিবল দলকে পরাজিত করে বিজয় লাভ করেছে তেঁতুলবাড়ীয়া দল ।

শুক্রবার বিকেল  ৩ টার সময় অনুষ্ঠিত ৫ গেমের প্রীতি খেলায়  ২নং তেঁতুলবাড়ীয়া  ইউনিয়ন ভলিবল দল  ৩-২ সেটে গাংনী পৌর ভলিবল দলকে হারিয়ে  দর্শকদের মন কেড়ে নিয়েছে।

তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ  গড়ার লক্ষ্যে ‘ এসো দেশ বদলাই পৃথিবী বদলাই ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে গাংনী  উপজেলা পরিষদ ক্যাম্পাসের মধ্যে  এ খেলা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেল ৩ ঘচিকার সময় টুর্ণামেন্টের ৪র্থ দিনের  খেলা অনুষ্ঠিত হয়েছে।

তারুণ্যের উৎসব উদযাপনে প্রধান অতিথি হিসেবে ভলিবল টুর্ণামেন্টে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন উপজেলা নিবার্হী অফিসার  প্রীতম সাহা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা প্রকৌশলী ফয়সাল আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর রহমান , উপজেলা বিআরডিবি কর্মকর্তা মােস্তাফিজুর রহমান রানা, গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুম।

খেলায় খেলোয়াড় বাছাই ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফুটবল টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আমিরুল ইসলাম অল্ডাম,  সুলেরী আলভী, ছাত্র সমন্বয়ক মোজাহিদুল ইসলাম ও সাদ্দাম হোসেন প্রমুখ।

ফুটবল টুর্ণামেন্টের আহ্বায়ক হিসেবে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, গাংনী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য বিশিস্ট ক্রীড়াবিদ সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, আতর আলী, ছাত্র সমন্বয়ক সাদ্দাম হোসেন প্রমুখ।

ভলিবল  খেলা পরিচালনা করেন, প্রশিক্ষণপ্রাপ্ত রেফারী এস এম সায়েম পল্টু, আতর আলী ও মশিউর রহমান বাজু প্রমুখ।

খেলা শেষে  প্রীতি ভলিবল ম্যাচের বিজয়ী ও রানার্স আপ দলের টিম ম্যানেজমেন্টের হাতে পুরস্কার হিসেবে ট্রফি এবং খেলোয়াড়দের ম্যাডেল প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গাংনী উপজেলা নিবার্হী অফিসার প্রীতম  সাহা। এর আগে আজকের প্রীতি খেলায় ম্যান অব দ্য ম্যাচ মনোনীত হয়েছেন তেঁতুলবাড়ীয়া ভলিবল দলের  খোলোয়াড়  শুভ।