বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে গাড়ী উল্টে মাছ চাষি নিহত

By Meherpur News

April 05, 2025

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে শ্যালােইঞ্জিনচালিত আলগামন গাড়ী উল্টে জুয়েল রানা (৩৫) নামক এক মাছ চাষি নিহত হয়েছেন। এ সময় গাড়ীর চালক সামান্য আঘাতপ্রাপ্ত হয়। নিহত জুয়েল জেলার গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের মিনহাজ উদ্দীনের ছেলে। তবে তাৎক্ষনিক ভাবে আহত চালকের পরিচয় জানা যায়নি।

শনিবার সকাল ৮টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনীর চােখতােলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান,জুয়েল তার এলাকার মরা নদী থেকে চাষ নিয়ে বিক্রির উদ্দেশ্যে আলগামন গাড়ী যােগে গাংনী মৎস্য আড়তে আসছিলেন। গাংনীর চােখতােলা নামক স্থানে পৌঁছালে,গাড়ীর একজেল ভেঙ্গে যায়। এসময় গাড়ী উল্টে জুয়েল গুরুতর আহত হন। সেই সাথে চালকও আহত হন। পথচারীরা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে,কর্তব্যরত চিকিৎসক জুয়েলকে মৃত ঘােষণা করেন।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।