গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার গাঁড়াডােব গ্রামের পােড়াপাড়া বাজারে সড়কের পাশে থাকা গাছের সাথে আল্লারদান নামক একটি যাত্রীবাহি বাসের ধাক্কায় চালক ফুরকান আলীসহ অন্তত ১৬ যাত্রী আহত হয়েছেন। আহত ফুরকান আলী (৫৬) গাংনী পৌর এলাকার বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা। বাকী আহতদের বাড়ি মেহেরপুর জেলার বিভিন্ন গ্রামে।
বাসের চালক আহত ফুরকানকে স্থানীয়রা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। বাকীরা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। শনিবার বিকেলে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের পােড়াপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কুষ্টিয়া থেকে আল্লাহদান নামক যাত্রীবাহি বাস (যার নং-যশাের-জ-১১-০০০৪) গাংনী উপজেলা শহর হয়ে মেহেরপুর জেলা শহরের দিকে যাচ্ছিল। বাসটি পােড়াপাড়া বাজারের কাছে পৌঁছালে,চালক নিয়ন্ত্রণ হারায়। এসময় বাসটি সড়কের পাশে থাকা একটি গাছের সাথে ধাক্কা লাগে।
ওই ধাক্কায় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এসময় বাসের ভেঙ্গে যাওয়া অংশে চালক ফুরকান আটকিয়ে গিয়ে আহত হয়। এছাড়াও নারীসহ অন্তত ১৫ জন যাত্রী আহত হয়। তাৎক্ষনিক ভাবে পথচারীরা বাসের ভেঙ্গে যাওয়া অংশে আটকিয়ে যাওয়া চালক ফুরকানকে উদ্ধার করেন। এদিকে দুর্ঘটনা কবলিত বাসটি শনিবার সন্ধ্যা পর্যন্ত ঘটনাস্থলেই ছিল।