গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে তিন কেজি গাঁজাসহ জাফর হােসেন (৩৮) নামের একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত জাফর জেলার গাংনী উপজেলার নওয়াপাড়া গ্রামের মাঠপাড়ার রহিম বকসের ছেলে। জাফর একজন মাদক ব্যবসায়ি বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার দিবাগত রাতে গাংনী থানা পুলিশের একটিদল তাকে আটক করে।
গাংনী থানার ওসি বাণী ইসরাইল জানান, মাদক নিয়ে জাফর ও জাফরের বাবা রহিম বকস অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সঞ্জীবের নেতৃত্বে একটিদল অভিযান চালিয়ে নওয়াপাড়া গ্রামের মইনুল ইসলাম পচার আম বাগানে অভিযান পরিচালনা করে। অভিযানে ৩ কেজি গাঁজা ও দুটি বাটন মোবাইলফোনসহ জাফরকে আটক করা হয় ।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জাফরের বাবা রহিম বকস পালিয়ে যায়। আটককৃত জাফরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মেহেরপুর আদালতে পাঠানো হয়েছে। এবং তার বাবা রহিম বকসকে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।