অন্যান্য

গাংনীতে গরু মোটাতাজা করণ ট্যাবলেট উদ্ধার

By মেহেরপুর নিউজ

April 16, 2016

মেহেরপুর নিউজ, ১৬ এপ্রিল: মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী সীমান্ত এলাকা থেকে গরু মোটাতাজা করণের ৫’শ পিস আরভিট নামক ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।

শনিবার সকালে কাাথুলীর একটি লিচু বাগান থেকে ট্যাবলেট গুলো উদ্ধার করা হয়। এসময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। কাথুলী বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার রফিকুল ইসলাম জানান, কাথুলী লিচু বাগান সীমান্ত দিয়ে গরু মোটা তাজাকরণ ট্যাবলেট পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। বিজিবির উপস্থিতি টের পেরে চোরাকারবারীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ৫’শ পিস আরভিট ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় চোরাকারবারীদের সনাক্ত করার চেষ্টা চলছে।

গাংনী থানার সেকেন্ড অফিসার এস আই মনিরুজ্জামান জানান, গরু মোটা তাজা করণ ট্যাবলেট উদ্ধারের ঘটনায় বিজিবির পক্ষ থেকে একটি সাধারন ডায়েরী করেছেন।