বিশেষ প্রতিবেদন জুলফিকার আলী কানন,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ নভেম্বর: প্রথমে দাম বলেছিল ১ লাখ ১০ হাজার টাকা। আমি চেয়েছিলাম ১ লাখ ৭০ হাজার টাকা। কিন্ত ঈদের আগের দিন পর্যন্ত মনে করেছিলাম গরুটি কমপক্ষে ১ লাখ ৪০ হাজার টাকায় বিক্রি হবে। কিন্ত না সেটা আর হয়নি। সর্বশেষ আমার গরুটি ঢাকার গাবতলি হাটের ক্রেতারা চেয়ছিল মাত্র ৭০ হাজার টাকায়। তারপর আর কি। বাড়ি ফিরলাম গরু বিক্রি না করেই। আমার সব শেষ হয়ে গেছে। বাড়ির জমি বন্দুক রেখে গরুটি কিনেছিলাম। এখন আমি ৭০ হাজার টাকা ঋণি। আমার কোন উপায় নেই। মেহেরপুর নিউজের প্রতিবেদক জুলফিকার আলী কাননের সামনে এমনি এক কষ্টের কথা বলতে বলতে কেঁদে ফেললেন গরু ব্যবসায়ী আবু হাসান । এ অবস্থা শুধু আবু হাসান নয়, জেলার সকল গরু খামারীদের। এবছর কোরবানীর ঈদে গরু বিক্রি না হওয়া ছাড়াও কাংখিত মুল্য না পাওয়ায় মেহেরপুরের গাংনী উপজেলার গরু খামারী ও ব্যবসায়িদের মাঝে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। সেই সাথে লোকসানের কারণে অনেকেই পশু পালণে আগ্রহ হারাচ্ছে। আবার অনেকেই ঋণের জালে জড়িয়ে স্ববর্স হারানোর আশংকা করছেন । বেশ কয়েক বছর যাবৎ জেলার অনেকেই পশু পালন করে অনেকেই নিজ পায়ে দাঁড়াতে পেরেছে। তাই পশু পালন লাভ জনক হওয়ায় এলাকার শিক্ষিত ও বেকার যুবকরা লেখাপড়ার পাশাপাশি অনেকেই পশু পালন ও মৎস চাষ শুরু করেছেন। গাংনী এলাকায় শতাধিক খামার ছাড়াও প্রায় প্রতিটি বাড়িতেই গরু মোটা তাজা করণ ক্ষুদ্র খামার গড়ে ওঠেছে। অনেকেই গরু কেনা থেকে খাবার ও খামার তৈরীতে বিভিন্ন ব্যাংক ও অন্যন্য সমিতি থেকে ঋণ নিয়েছিলেন। আশা ছিল কোরবানীর ঈদে গরু বিক্রি করে ঋণ পরিশোধ করে আবারো গরু মোটা তাজা করবে। কিন্তু গরু বিক্রি না হওয়া কাংখিত দাম না পাওয়ায় হতাশ হয়েছেন খামারীরা। ইতোমধ্যে হাট থেকে ফেরত আসা গরু স্থানীয় কসাইদের কাছে পানির দরে বিক্রি করছে।
গাংনী উপজেলার ষোলটাকা গ্রামের ময়নাল মেম্বর নিজ খামারে ৩০ টি গরু মোটাতাজা করণ ছাড়াও কোরবানী উপলক্ষে কিনেছিলেন ১২ টি গরু। মাত্র ৪ টি গরু বিক্রি করেছেন। বাকি গরু ফেরত এনেছেন হাট থেকে। ময়নাল মেম্বর মেহেরপুর নিউজকে জানান, একেকটি গরুর পেছনে তার খরচ হয়েছে ৬০ থেকে ৬৫ হাজার টাকা। কোন কোন গরুর ক্ষেত্রে ৮০ থেকে ৯০ হাজার টাকা। অথচ হাটে দাম উঠেছে অর্ধেক। এ অবস্থায় খরচের টাকা না পাওয়ার আশংকায় তিনি গরু ফেরত এনেছেন। কুঞ্জনগর গ্রামের সফিউদ্দিন মেহেরপুর নিউজকে জানান, তিনি সমিতি থেকে ও ব্যাংক থেকে ঋণ নিয়ে ২০ টি গরু মোটা তাজা করেছেন। তিনি আশা করেছিলেন, একেকটি গরু অন্ততঃ লাখ টাকায় বিক্রি হবে। কিন্তু হাটে ৫০ থেকে ৫৫ হাজার টাকা দাম উঠেছে। অবশেষে তিনি ফেরত এনেছেন গরু গুলি। এখন সমিতির লোকজন, ব্যাংক ও স্থানীয় পশু খাদ্য সরবরাহকারীরা টাকা চাচ্ছেন। স্থানীয় ভাবে কসাইদের কাছে পানির দরে গরু বিক্রি করতে হচ্ছে সেটাও বাকীতে। বাওট গ্রামের সবচেয়ে বড় খামারী মহিবুল মেম্বর মেহেরপুর নিউজকে জানান, তার খামারের ৪৮ টি গরুর মধ্যে মাত্র ১১ টি গরু বিক্রি হয়েছে। মাঝারী সাইজের এ গরুগুলি বিক্রি করে লাভ না হলেও লোকসান হয়নি। কিন্তু বড় বড় গরু গুলি নিয়ে তিনি পড়েছেন বিপাকে। তিনি জানালেন এ গরুগুলি বিক্রি হবার পর আর তিনি আর পশু পালন করবেন না। একই কথা জানালেন, গ্রামের আবু হাসান ও মমিনুল। হুদাপাড়া গ্রামের গরু ব্যবসায়ি টিক্কা ও জুলহাক মেহেরপুর নিউজকে জানান, এবার দেশে যে পরিমান গরু পালন করা হয়েছে তাতে চাহিদা পুরণ হওয়া সম্ভব ছিলো। দামও ভাল পাওয়া যেতো। কিন্তু ভারত থেকে গরু আমদানী করার কারণে খামারী ও ব্যবসায়িরা আজ লোকসানের সম্মূখীন। অনেকেই লোকসানের হাত থেকে রক্ষা পেতে আর পশু পালন না করার সিদ্ধান্ত নিয়েছে। এতে করে সরকারের একটি বাড়ি একটি খামার প্রকল্প কোন কাজেই আসবে না বলে অভিমত ব্যক্ত করেছেন অনেকেই।