গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস -২০২৫ উদযাপন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায়
গাংনী উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দিবসটি পালিত হয়েছে।
রবিবার সকাল ১০ টার সময় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি করা হয়।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক প্রীতম সাহা। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার শামসুল আলম সোনা, উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. মোত্তালিব আলী।