তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ প্রকল্প এর আওতায় বাস্তবায়িত ব্রিধান- ৪৮ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে মেহেরপুরের গাংনীর গাড়াডোব গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা কৃষি অফিসার কে এম শাহাবুদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষিবিদ স্বপন কুমার খাঁ।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা আশরাফুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অত্র প্রকল্পের মনিটরিং অফিসার কৃষিবিদ সামিউর রহমান ও কৃষি সম্প্রসারণ অফিসার রাসেল রানা। অনুষ্ঠানে অতিথিবৃন্দ ও কৃষক দুলাল হোসেন কিভাবে বীজ উৎপাদন ও সংরক্ষণ করতে হয় সে ব্যাপারে বিস্তর বর্ণনা করেন। এ সময় প্রায় দুই শতাধিক স্থানীয় কৃষক ও কৃষাণীরা উপস্থিত ছিলেন।