টপ নিউজ

গাংনীতে কর্মসৃজন কর্মসূচীতে নির্ধারিত সংখ্যক শ্রমিকের অর্ধেকই অনুপস্থিত

By মেহেরপুর নিউজ

February 02, 2022

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে ২০২১-২২ অর্থ বছরের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর (কর্মসৃজন) ১ম পযার্য়ের অনুমোদিত প্রকল্প সমূহের মাটি কাটা কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। ফলে গাংনী উপজেলার ৯টি ইউনিয়নে ৪৫টি প্রকল্পে কর্মসংস্থান কর্মসূচি মুখ থুবড়ে পড়েছে।

উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের ম্যানেজ করে প্রকল্প চেয়ারম্যানরা লক্ষ লক্ষ টাকা ভাগাভাগি করার মত দুর্নীতি করছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলায় অতিদরিদ্রদের জন্য নেয়া কর্মসংস্থান কর্মসূচীতে সর্বমোট শ্রমিকদের নামের তালিকা করা হয়েছে ২ হাজার ৬৩১ জন ।

সরেজমিনে ঘুরে স্থানীয় লোকজন ও শ্রমিকদের সাথে কথা বলে জানা গেছে, ধানখোলা ইউনিয়নের ‘চিৎলা কবর স্থানে মাটি ভরাট ও সংস্কার প্রকল্পে’ নিধার্রিত ১৫২ জন শ্রমিকের মধ্যে শতকরা ৫০ ভাগ শ্রমিক কাজ করছে। অর্থাৎ ৭১ জনকে উপস্থিত পাওয়া গেছে। অভিযোগ উঠেছে, পূর্ব তালিকার প্রকৃত হতদরিদ্র শ্রমিকদের নাম বাদ দিয়ে পিআইসিগণ স্বজনপ্রীতি ও আত্মীয়করণের মাধ্যমে টাকার বিনিময়ে নিজেদের অনুগত বিত্তবান লোকজনকে শ্রমিকদের তালিকাভূক্ত করছেন। অনেক শ্রমিক কাগজে-কলমে থাকলেও কর্মস্থলে অনুপস্থিত। সবচেয়ে কম সংখ্যক শ্রমিক পাওয়া গেছে ধানখোলা ইউনিয়নে।

ধানখোলা ইউনিয়ন পিআইসি গোলাম মোস্তফা মেম্বরের প্রকল্পে ১৫২ জন শ্রমিকের বিপরীতে উপস্থিত পাওয়া গেছে ৭১ জন। লেবার সর্দার জানান, নিজেদের কাজ রেখে অনেকেই ভ্যাকসিন দিতে গিয়েছে, কেউ বা আত্মীয় বাড়ি গিয়েছে এবং কেউবা লাশ দাফন করতে গিয়েছে বলে উপস্থিত নেই।

সরেজমিন ঘুরে দেখা গেছে, এবছর লেবার প্রতি প্রতিদিন ৪ শ’ টাকা হারে মজুরী প্রদান করা হচ্ছে। সর্দারদের কাছে লেবারের তালিকা সংবলিত রেজিষ্টার খাতা সরবরাহ করা হলেও তা ব্যবহার করা হচ্ছে না। এছাড়াও লেবারদের হাতে তাদের কার্ড আজও দেয়া হয়নি।এসব কার্ড মেম্বররা তাদের নিজের কাছে রেখে মনগড়া হাজিরা করছেন। এ ব্যাপারে গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী নিরঞ্জণ চক্রবর্তী জানান, লেবার উপস্থিতি সন্তোষজনক না হলে বিল দেয়া হবে না।