তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে ২০১৯-২০ অর্থবছরে বার্ষিক কর্মসূচিতে মেহেরপুর জেলার গাংনী উপজেলায় করোনা ভাইরাস বিস্তার রোধকল্পে বিভিন্ন সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টার সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে এ সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহি কর্মকর্তা আর এম সেলিম শাহনেওয়াজ এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ইয়ানুর রহমান, পৌর মেয়র আশরাফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রিয়াজুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন। এ (এডিবি) প্রকল্পের আওতায় মোট ৪ লক্ষ ৪৫ হাজার টাকা ব্যয়ে ব্লিচিং পাউডার, পিপিই, ২৫০মিলি হ্যান্ড স্যানিটাইজার, ৫০ মিলি হ্যান্ড স্যানিটাইজার, ডিজ অ্যান্টিসেপটিক চেম্বার (টানেল), মাস্ক, থার্মোমিটার এলজিইডি উপজেলা ইঞ্জিনিয়ার অফিস থেকে সরবরাহ করা হয়। এ সময় মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ ও কাথুলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান রানা, এমপি সাহেবের প্রতিনিধি মনিরুজ্জামান আতু প্রমুখ উপস্থিত ছিলেন।