করোনাভাইরাস

গাংনীতে করোনায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর প্রভাবে পড়ে নাই

By মেহেরপুর নিউজ

March 27, 2020

তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধি:

মেহেরপুরের গাংনীতে গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার পর থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, কাঁচা বাজার, ঔষধের দোকান ও হাসপাতাল এবং ক্লিনিকগুলো ছাড়া সকল দোকানপাট সরকারি নির্দেশে বন্ধ করে দেওয়া হয়েছে। সেইসাথে নোভেল করোনা ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য যত্রতত্র ঘোরাফেরা না করে নিজ নিজ বাড়িতে অবস্থান করার নিদের্শ দেয়া হয়েছে।

এমনই পরিস্থিতিতে আজ শুক্রবার সকালে গাংনী কাঁচাবাজার, মাছ ও মাংসের বাজার ঘুরে দেখা গেছে গত সপ্তাহের তুলনায় কেজি প্রতি মাছ ও মুরগির দাম ১০ থেকে ২০ টাকা বৃদ্ধি পেয়েছে। তবে সবজির দাম ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে। সেই সাথে মাংসের দামের কোন পরিবর্তন হয় নাই। কয়েকজনকে ক্রেতার সাথে কথা বলে জানা গেছে করোনা ভাইরাসের কোন প্রভাব নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর পড়ে নাই। তবে কয়েকজন ব্যবসায়ী জানান সরকারি নির্দেশনার কারণে বাজারে ক্রেতাদের উপস্থিতি কম।