মেহেরপুর নিউজ, ২৭ অক্টোবর:
মেহেরপুরের গাংনীতে ককটেল ও দেশীয় অস্ত্র সহ ২২ বিএনপি জামায়াতের নেতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত মধ্যে রাতে উপজেলার করমদী ও কল্যাপুর মাঠ থেকে তাদের গ্রেফতার করে। এসময় ১৭ টি ককটেল ও বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধারের দাবি করে পুলিশ।
এ ঘটনায় গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে গাংনী থানার মামলা নং-২০ তারিখ-২৭/১০/১৮ ধারা-১৯০৮ সালের বিষ্ফোরক উপাদানাবলী আইন (সংশোধনী ২০০২) এর ৪/৬ ধারা তৎসহ ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার এ্যাক্টের ১৫(৩)/২৫-ডি।
গাংনী থানার ওসি হরেন্দ্র নাথ সরকার জানান, বিএনপি জামায়াতে নেতা কর্মীরা করমদী ও কল্যাপুর মাঠের মধ্যে নাশকতার পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এজাহার নামীয় আরো ৩৯ জন সহ দেড় শতাধিক নেতা কর্মী পালিয়ে যায়। গ্রেফতারকৃতরা হলেন শহিদুল ইসলাম, আব্দুল লতিফ , ইসরাফিল, মমিন দফাদার ,মোজাম্মেল হক , শাহআলম, আব্দুস সালাম, মোজাম্মেল হক ,আলহাজ ,আঃ হালিম, জরাফত আলী ,আহম্মদ আলী, শাহ আলম , শামীম রেজা @ পিকু , আঃ গফুর, গোলাম মোস্তফা, আলাল হোসেন, আকবর আলী , হযরত আলী , বিল্লাল হোসেন, আজিজুল হক , খোকন হোসেন।