টপ নিউজ

গাংনীতে এসএসসি পরীক্ষা কেন্দ্রের সচিবকে শোকজ ও দুই কক্ষ পরিদর্শককে অব্যহতি

By মেহেরপুর নিউজ

February 03, 2020

মেহেরপুর প্রতিনিধি:

পরীক্ষা কেন্দ্রে নির্ধারিত সময়েরও পর ১০ মিনিটি পরীক্ষা নেওয়া চিত্র সিসি ক্যামেরতে ধরার পড়ার পর ওই কেন্দ্রের সচিবকে শোকজ ও দুই কক্ষ পরিদর্শককে পরীক্ষা থেকে অব্যহতি দেওয়া হয়েছে।

সোমবার বাংলা প্রথম পত্র পরীক্ষার গাংনী উপজেলার রাইপুর মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের ২০৪ নং কক্ষে এ অনিয়ম ধরা পড়ে। ওই পরীক্ষা কেন্দ্রের সচিব ও রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমাকে শোকজ করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাশার।

এর আগে দায়ীত্ব অবহেলার কারণে ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ওয়াজ্জেল হোসেন এবং বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক দিলারা রহমানকে পরীক্ষা কেন্দ্রের দায়ীত্ব থেকে অব্যাহিত দেওয়া হয়।

গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাশার  এ তথ্য নিশ্চিত করেছেন। মীর হাবিবুল বাশার জানান, চলতি এসএসসি ও দাখিল পরীক্ষায় রাইপুর মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের ২০৪ নং কক্ষে শিক্ষার্থীরা পরীক্ষা শেষ হওয়ার ১০ মিনিট পরেও লিখছিলো।

বিষয়টি সিসি ক্যামেরাই গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলার রহমান দেখার পর আমাকে ব্যবস্থা নেওয়ার নির্দশ দেন।

উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান জানান, নকল মুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য এ উপজেলার ১৩ টি পরীক্ষা কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

এবারই প্রথম গাংনী উপজেলার এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা কেন্দ্রে এ সিস্টেম চালু করা হয়েছে। এদিকে পরীক্ষায় অসুদাপায় অবলম্বণ এবং শিক্ষকদের নানা অনিয়ম. পরীক্ষা কেন্দ্রে বহিরাগতদের উৎপাত ঠেকানো এবং কক্ষ পরিদর্শক ও শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতেই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। কতিপয় শিক্ষক কিছু শিক্ষার্থীরা এটির বিরোধীতা করলেও উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ব্যাবস্থাকে স্বাগত জানিয়েছেন।

গাংনী উপজেলায় চলতি এসএসসি, দাখিল ও ভোকেশনাল শাখায় ৪ হাজার ৭ শত ৭৫ জন শিক্ষার্থীজন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।