মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলার সদর উপজেলায় ৫ টি কেন্দ্রে ৩২১৭ জন, গাংনী উপজেলায় ১০ টি কেন্দ্রে ৪২৯০ জন ও মুজিবনগর উপজেলায় ২ টি কেন্দ্র ও একটি উপকেন্দ্রে মোট ৯১২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন বলে জানিয়েছেন জেলা শিক্ষা অফিস।
গাংনী উপজেলার বিটিডি মাধ্যমিক বিদ্যালয় ১৯ জন, সিএসএম মাধ্যমিক বিদ্যালয় ৩১ , গাংনী পৌর মাধ্যমিক বিদ্যালয় ৪৫। এইচ এমএইস ভি মাধ্যমিক বিদ্যালয় ১২ , বিডি মাধ্যমিক বিদ্যালয়ে ২৫ , ভাটপাড়া কুঠি মাধ্যমিক বিদ্যালয় ২৮ , হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ৬৮ , ধলা মাধ্যমিক বিদ্যালয় ৫৮ , সাহারবাটি ইবাদতখানা মাধ্যমিক বিদ্যালয় ৩৭ , রায়পুর মাধ্যমিক বিদ্যালয় ৯৪ , সন্ধানী স্কুল এন্ড কলেজে ১৩৯ , আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয় ৩৩ , চিৎলা মাধ্যমিক বিদ্যালয় ৬৪ , বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ১৪১ , গাংনী সরকাী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৬১ , জোরপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ১০৪, ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ৭৭ , গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয় ৬৪, বাউট সোলাইমানি মাধ্যমিক বিদ্যালয়ের ৪৩, ডিজেএমসি মাধ্যমিক বিদ্যালয় ২৮, এমজিজি এম মাধ্যমিক বিদ্যালয় ৫৬, মোহাম্মদপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৬৭, করমদী মাধ্যমিক বিদ্যালয়ের ৭৭, জ্যোতী মাধ্যমিক বিদ্যালয় ১৮, তেতুঁলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ১০০, কুমারী ডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় ৪৩, বামুন্দি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২৬, জেটিএস মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৩৬, এস এ আর বি মাধ্যমিক বিদ্যালয়ের ৩২, হাড়িয়াদহ মহেষখোলা মাধ্যমিক বিদ্যালয় ৩৩, মিকুশিস মাধ্যমিক বিদ্যালয়ের ৬৫, এস কে আর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১, যুগিরগোফা মাধ্যমিক বিদ্যালয়ের ৩৬, এমবিকে মাধ্যমিক বিদ্যালয় ১৪, কে এ বি মাধ্যমিক বিদ্যালয়ে ২৮, হাড়াভাঙ্গা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ২১, কাজীপুর মাথাভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৩০, এইচএসকে মাধ্যমিক বিদ্যালয় ৪৭, সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয় ৯০, বামুন্দি নিশিপুর স্কুল এন্ড কলেজে ১৪৯, মটমুর মাধ্যমিক বিদ্যালয় ৬৫, হাড়ভাঙ্গা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ৩৯, বাদিয়াপাড়া মোহাম্মদপুর মাধ্যমিক বিদ্যালয় ৬০, করমদি কল্যাণপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২৮ জন।
এছাড়াও হোগলবাড়িয়া মোহাম্মদপুর হাজী ভরসউদ্দীন মাধ্যমিক বিদ্যালয় ৬৮, এম এইচ এ মাধ্যমিক বিদ্যালয় ৪৭, বাউট আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় ২৮, এইচবি মাধ্যমিক বিদ্যালয়ের ৭১, এনপি মাধ্যমিক বিদ্যালয় ৬০, বিবিএ এন মাধ্যমিক বিদ্যালয়ের ৩৬, এসএমএন মাধ্যমিক বিদ্যালয়ের ৭৮, আর বিজিএম মাধ্যমিক বিদ্যালয়ের ৮২, গোয়ালগ্রাম (নাটনাপাড়া) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১৭, বিপিএন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৬, কাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৩৮, কে এস এস এইচ বালিকা মাধ্যমিক বিদ্যালয় ৩২, বেতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে ৭৪, গোয়ালগ্রাম মাধ্যমিক বিদ্যালয় ৯৮, গাংনী পাইলট স্কুল এন্ড কলেজে ২৮১, লুৎফুন্নেসা মাধ্যমিক বিদ্যালয় ৩৭, জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয় ৫৬, ধানখোলা মাধ্যমিক বিদ্যালয় ৪২, সানঘাট চাঁন্দামারী মাধ্যমিক বিদ্যালয় ৩০ জন শিক্ষার্থী রয়েছে।