সাহাজুল সাজু :
সারাদেশের ন্যায় মেহেরপুরের গাংনীতে ১০ এপ্রিল (বৃহস্পতিবার) থেকে এসএসসি, এসএসসি(ভোকেশনাল)ও দাখিল পরীক্ষা শুরু হবে।
পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে সফলভাবে সম্পন্ন করার নিমিত্ত্বে সংশ্লিষ্ট সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গাংনীতে এবার ১০টি মূল ও উপকেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবছর সর্ব সাকুল্য ৪ হাজার ২ শত ৯০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। ১০ টি কেন্দ্রের মধ্যে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৪১৮ জন, গাংনী সরকারি পাইলট মাধ্যমিক উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৫৫৮ জন,উপকেন্দ্র সন্ধানী স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ১২৫ জন, বামন্দী নিশিপুর স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৪৬০ জন, বামন্দী মাধ্যমিক বালিকা বিদ্যালয় উপকেন্দ্রে ৪৮৪ জন, জুগিরগোফা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১৬৭ জন, জুগিরগোফা সরকারি প্রাথমিক বিদ্যালয় উপকেন্দ্রে ৭৮ জন, সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৯৯ জন , কেএনএসএইচ বালিকা বিদ্যালয় উপকেন্দ্রে ৯০ জন, বেতবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৪০৩ জন , বেতবাড়ীয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় উপকেন্দ্রে ১৮৬ জন, রাইপুর মাধ্যিমক বিদ্যালয় কেন্দ্রে ৪৫৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। এছাড়াও গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে ভোকেশনাল শাখায় ৪৮৮ জন এবং গাংনী সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে ২৮০ জন দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবে।
গাংনী মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে,প্রতিটি কেন্দ্রের বিপরীতে কেন্দ্র কমিটি গঠন করা হয়েছে। পরীক্ষা সুষ্ঠু ও নকল মুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা সংস্থাপন করা হয়েছে। সিসিটিভি ক্যামেরা নিয়ন্ত্রণ করার জন্য মাধ্যমিক শিক্ষা অফিসে কন্ট্রোল রুম খোলা হয়েছে। সিদ্ধান্ত ক্রমে প্রতিটি কেন্দ্রের জন্য একজন করে নিবার্হী ম্যাজিস্ট্রেট অথবা একজন দায়িত্বশীল কর্মকর্তা নিয়ােগ প্রদানের ব্যবস্থা করা হয়েছে।
পরীক্ষার্থীদের বডি চেক করে কেন্দ্রে প্রবেশ করানো হবে। কেন্দ্র সচিব ছাড়া কেউ মোবাইলফোন ব্যবহার করতে পারবেন না। এছাড়াও নানা সিদ্ধান্ত আরোপ করা হয়েছে।
পরীক্ষা নিয়ে আলাপ কালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক বলেন, এবারে এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে করার জন্য ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।