সাহাজুল সাজু :
মেহেরপুরের গাংনীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ (পিএলসি) এর ৩৯৯ তম শাখার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শাখার উদ্বোধন করেন ইসলামী বাংলাদেশের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা।
এক্সিকিউটিভ ম্যানেজিং ডাইরেক্টর (যশাের) মাহাবুব-এ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশের (পিএলসি) এর অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর আলতাফ হুসাইন, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মাকসুদুর রহমান গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।
অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপনা করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ (পিএলসি) এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট,শরী’আহ সেক্রেটারিয়েট মােহাম্মদ হাবিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতের আমির মওলানা তাজ উদ্দীন খান, সেক্রেটারি মো: ইকবাল হোসেন,মেহেরপুর সদর উপজেলা জামায়াতের আমির মো: সোহেল রানা, গাংনী উপজেলা জামায়াতের আমির ডাক্তার রবিউল ইসলাম,ইসলামী ব্যাংকের গাংনী শাখা প্রধান মাসুদ করিম। প্রধান অতিথি ফিতা কেটে শাখাটির উদ্বোধন ঘোষণা করেন। পরে দোয়া মোনাজাত করা হয়।