মেহেরপুর নিউজ,২৪ ফেব্রুয়ারি: মেহেরপুরের গাংনী এলাকার পশ্চিম মালসাদহ গ্রামের ইটভাটায় চাঁদার দাবিতে বোমার বিস্ফোরন ঘটিয়েছে চাঁদাবাজরা। এসময় দুটি ইটাভাটার অনন্ত ৫ জন শ্রমিক কে মারধর করেছে তারা। মঙ্গলবার রাত ১২ টার দিকে এনামুল হকের ইটভাটায় ১ টি বোমা বিস্ফোরন ঘটায় চাঁদাবাজরা। বোমা বিস্ফোরনে কোন হতাহতের ঘটনা না ঘটলেও এলাকায় আতংক বিরাজ করছে। ইটভাটা মালিক সমিতির সভাপতি এনামুল হক জানান,৮/১০ জনের একটি দল চাঁদার দাবিতে তার ইটভাটায় একটি বোমা বিস্ফোরন ঘটায় এবং শ্রকিদের মারধর করেছে। এছাড়া রবি আফজালের ইটভাটাও চাঁদার দাবিতে শ্রমিকদের মারধর করেছে। গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, চাঁদাবাজদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।