আইন-আদালত

গাংনীতে ইটভাটায় দুই লাখ টাকা জরিমানা

By মেহেরপুর নিউজ

March 08, 2025

গাংনী প্রতিনিধিঃ

মেহেরপুরের গাংনীতে নিউ স্টার ইটভাটায় অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার বিকেলে বেতবাড়িয়া গ্রামে অবস্থিত ইটভাটাতে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ইটভাটার মালিকরা তাদের দোষ স্বীকার করায় জরিমানা আদায় করা হয়। একই সময়ে অবৈধ ইটভাটার সকল কার্যক্রম বন্ধের নির্দেশনা দেয়া হয়।

এ অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৬ ধারা মোতাবেক ইটভাটার মালিক বাবু বিশ্বাসের কাছ থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়। গাংনী থানা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে। উপজেলা প্রশাসন জানিয়েছে, এ অভিযান অব্যাহত থাকবে।