আইন-আদালত

গাংনীতে ইটভাটায় অভিযান; গুড়িয়ে দিলাে ৩ ইটভাটা

By মেহেরপুর নিউজ

February 10, 2025

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে ৩টি ইটভাটায় অভিযান চালিয়ে ২ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর ও মেহেরপুর জেলা প্রশাসনের যৌথ অভিযানে জরিমানা করা হয়।

এসময় ৩টি ইটভাটা গুড়িয়ে দেয়া হয়। এছাড়াও ৩টি ইটভাটা মালিককে ২ লক্ষ ৩০ টাকা জরিমানা করা হয়। সেই সাথে ৩টি ইটভাটা বন্ধ ঘােষণা করা হয়। অভিযানে নেতৃত্ব প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাদ্দাম হােসেন। অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সোমবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত জেলার গাংনী উপজেলার হিজলবাড়ীয়া-পশ্চিমমালদহ মাঠে অবস্থিত ভাটাগুলােতে এ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে,অবৈধ উপায়ে গড়ে ওঠা উপজেলার হিজলবাড়ীয়া-পশ্চিমমালদহ মাঠে অবস্থিত বলাকা ব্রিকসের মালিককে ১০ হাজার টাকা জরিমানা,এসএইচবিসি ইটভাটার মালিক ২ লাখ টাকা, ফোর স্টার ব্রিকসের শ্রমিক হিসেবে কাজ করার অপরাধে এক শ্রমিককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং বলাকা ব্রিকসের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় দন্ডিত শ্রমিক জরিমানা দিয়ে ছাড়া পান ।