অন্যান্য

গাংনীতে আশরাফ ভেন্ডারের স্ত্রীর সাংবাদিক সম্মেলন

By মেহেরপুর নিউজ

May 06, 2015

মেহেরপুর নিউজ,০৬ মে: মেহেরপুরের গাংনীতে সাংবাদিক সম্মেলন করেছে খাদিজা আশরাফ ফাউন্ডেশনের সহ-সভাপতি ও আশরাফ ভেন্ডারের স্ত্রী শাহানা ইসলাম। মঙ্গলবার রাতে ৮ টার দিকে গাংনীতে তার নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন করেন তিনি। লিখিত বক্তব্য শাহানা ইসলাম বলেন, খাদিজা আশরাফ ফাউন্ডেশনের পরিচালক আশরাফুল ইসলাম আগামী পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ গাংনী পৌর শাখার মেয়র পদপ্রার্থী । একারনে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে একটি মহল। তিনি আরো বলেন, আশরাফুল ইসলামকে মিথ্যা মামলা দিয়ে অসহায় দরিদ্র মানুষের পাশে থেকে দুরে সরিয়ে রাখা হয়েছে। সমাজসেবক আশরাফুলের বিরুদ্ধে যে মিথ্যা মামলা হয়েছে আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত পূর্বক বিচার দাবি করছি। সংবাদ সম্মেরনে তার স্ত্রী শাহানা ইসলাম দাবি করে বলেন, গত ২৬ এপ্রিল এমপি মকবুল হোসেনের পিএস সাহিদুজ্জামান শিপুর নেতৃত্বে ৩টি মটর সাইকেলে ৬ জন আরোহী হঠাৎ তাদের নেতা কর্মীদের লক্ষ্য করে দুই রাউন্ড গুলি করে বলে তিনি অভিযোগ করেন। যুবলীগ নেতা আশরাফুলের পাশে দাড়িয়ে থাকা তার ছোট ভাই আনারুল ইসলাম সহ উপস্থিত জনতাদের সাথে নিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। যা গাংনী থানা পুলিশ আবগত আছেন।