গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী পৌর আওয়ামী লীগের সভাপতি সানােয়ার হােসেন বাবলু ও গাংনী পৌরসভার সাবেক কাউন্সিলর এবং আওয়ামী যুবলীগ নেতা নবীরুদ্দীনকে আটক করেছে র্যাব সদস্যরা।
মঙ্গলবার দিবাগত রাত ১০ টার দিকে দুজনকে আটক করে র্যাব-১২ এর মেহেরপুরের গাংনীস্থ ক্যাম্পের দুটিদল।
নবীরুদ্দীনকে গাংনী কাঁচা বাজারস্থ তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে এবং সানােয়ার হােসেন বাবলুকে গাংনী মহিলা কলেজপাড়া থেকে আটক করা হয়।
র্যাব-১২ (গাংনী) ক্যাম্পের কমান্ডার ও সহকারি পুলিশ সুপার এনামুল হক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। ক্যাম্প কমান্ডান জানান,অভিযােগের সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে দুজনকে আটক করা হয়েছে। এসময় তাদের ব্যবহৃত দুটি মোবাইলফোন জব্দ করা হয়েছে। আটককৃতদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।