নির্বাচন

গাংনীতে আ’লীগের প্রার্থী ডা.সাগরের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

January 04, 2024

 গাংনী প্রতিনিধি :

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে মেহেরপুর-২ গাংনী) আসনে আওয়ামী লীগের দলীয় নৌকা মার্কার প্রার্থী ডাক্তার এ এসএম নাজমুল হক সাগর- এর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে গাংনী উপজেলা শহরের বাসস্ট্যান্ডের রেজাউল চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। গাংনী পৌর আওয়ামী লীগের উদ্যােগে সভা অনুষ্ঠিত হয়। পথসভায় সভাপতিত্ব করেন গাংনী পৌর আওয়ামী লীগের সভাপতি সানােয়ার হােসেন বাবলু।

সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ এমএ খালেক। সভায় প্রধান বক্তা ছিলেন, মেহেরপুর-২ (গাংনী) আসনের আওয়ামী লীগের দলীয় প্রার্থী, সাবেক ছাত্রনেতা ডাক্তার এ এসএম নাজমুল হক সাগর।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম শফিকুল আলম, গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী, সাবেক মেয়র আশরাফুল ইসলাম।

গাংনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবুর সঞ্চালনায়-এসময় বক্তব্য রাখেন, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম,গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস,কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের অন্যতম নেতা মিজানুর রহমান রানা,ধানখােলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, রাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গােলাম সাকলায়েন ছেপু,মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সােহেল আহমেদ,বাংলাদেশ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগের অন্যতম নেতা রেজাউল ইসলাম রেজা, ছাত্রনেতা আব্দুস সামাদ সােহাগ, গাংনী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম প্রমুখ। এসময় মঞ্চে উপবিষ্ট ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও মেহেরপুর জেলা কমিটির সভাপতি কমরেড আব্দুল মাবুদ, জেলা জেপির সভাপতি আব্দুল হালিমসহ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পথসভায় হাজার-হাজার কর্মী-সমর্থকরা অংশগ্রহণ করেন।