গাংনী প্রতিনিধি :
অপরিচ্ছন্ন ও খাদ্য পণ্যের মূল তালিকা না থাকার অভিযােগে মেহেরপুরের গাংনী উপজেলা শহরের মেসার্স আমিন মিস্টান্ন এর মালিক রাসিদুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরে দিকে জাতীয় ভােক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটিদল অভিযান চালিয়ে জরিমানা আদায় করে। অভিযান পরিচালনা করেন জাতীয় ভােক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর এলাকা কর্মকর্তা সজল আহমেদ।
কর্মকর্তা সজল আহমেদ জানান,হােটেলে নােংরা,অপরিচ্ছন্ন ও অব্যবস্থাপনার অভিযোগে জাতীয় ভােক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৩৯ ধারা অনুযায়ী মেসার্স আমিন মিস্টান্ন এর মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ৫০ কেজি পঁচা মিষ্টি ধ্বংস করা হয়। সেই পরবর্তিতে যেনাে হােটেলে এমন পরিস্থিতি না থাকে। সে বিষয়ে সতর্ক করা হয়।