তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে আবারো দু’জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। আজ সোমবার রাত সাড়ে ৮ টার দিকে গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রিয়াজুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
আক্রান্ত ব্যক্তিরা হলো নওয়াপাড়া বাগান পাড়ার মৃত মোজাহার মণ্ডলের স্ত্রী আহরণ নেছা (৪৫) ও সাহারবাটি বাসন্তী পাড়ার মরহুম আফেল উদ্দিনের স্ত্রী মমতাজ বেগম (৩০)।
এছাড়াও মেহেরপুরে করোনা ভাইরাসে ৩টি ফলোআপ রিপোর্ট এসেছে। মেহেরপুর সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন জানান, করোনা সন্দেহে সোয়াব পরীক্ষার জন্য যে নমুনা পাঠানো হয়েছিল তার মধ্যে আরো ২৫ জনের রিপোর্ট এসেছে যার মধ্যে ৫ টি পজিটিভ রিপোর্ট এসেছে (যার মধ্যে ৩টি ফলোআপ) বাকি ২০ জনের নেগেটিভ। এ সকল রিপোর্ট কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল দেওয়া হয়।
এ নিয়ে মেহেরপুর জেলায় ১ হাজার ৭শ ৮৩ জনের মধ্যে ৭৪ টি পজেটিভ এর মধ্যে ২৫ জন সুস্থ হয়েছে। মৃত্যুবরণ করেছে ৫ জন।