গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ-উপলক্ষে ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে গাংনী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা চত্বরে অবস্থিত শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার নেতৃত্বে পুস্পমাল্য অর্পন করা হয়। এসময় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে সাবেক কমান্ডার শামসুল আলম সােনার নেতৃত্বে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করা হয়। এছাড়াও বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পুস্পমাল্য অর্পন করেন। অন্যদিকে,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করা হয়।
দিবস উপলক্ষে গাংনী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শুক্রবার সকালে আলােচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন আলােচনা সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। এছাড়াও দিবসটি উপলক্ষে সন্ধ্যায় গাংনী উপজেলা অডিটােরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।