সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি এই শ্লোগানে মেহেরপুরের গাংনীতে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত হয়েছে। মানববন্ধন ও পদযাত্রায় আওয়ামীলীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী ও নানা সংগঠনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেণ।
শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে গাংনী বাজার বাসষ্টান্ডে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধন শেষে পদযাত্রা শুরু করে শহীদ মিনার চত্তরে এসে শেষ হয়।
মানববন্ধন ও শান্তি পদযাত্রায় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য সেলিনা আখতার বানু, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ খালেক, গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহিদুজ্জামান খোকন, জেলা বিএনপির সহ সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাইলা আনজুমান বানু, সুশাসনের জন্য নাগরিক সুজনের সভাপতি আব্দুর রশিদ, ফুলকুড়ি কিন্ডার গার্টেনের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক কমরেড আব্দুল মাবুদ, জাতীয় পার্টি (জেপি) সভাপতি আব্দুল হালিম, আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম বিশ্বাস, মনিরুজ্জামান আতু, মহিলা কলেজের প্রভাষক মহিবুর রহমান মিণ্টু, যুবলীগ নেতা সুবক্তগীন পলাশ, আওয়মীলীগ নেতা আতিয়ার রহমান বান্টু, হাঙ্গার প্রজেক্টের এলাকা সমন্নয়কারী হেলাল উদ্দীন প্রমুখ।