টপ নিউজ

গাংনীতে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি : এক দিনে ৪ জনের আত্মহত্যার চেষ্টা

By মেহেরপুর নিউজ

March 13, 2022

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন গ্রামে আত্মহত্যার প্রবণতা যেনাে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পারিবারিক কলহ,বিবাহ বিচ্ছেদ ও প্রেমে ব্যর্থ হওয়ার কারণে এসব আত্মহত্যার পথ বেছে নিচ্ছে বলে ধারণা করছে সচেতন মহল।

শনিবার (১২ মার্চ) সকাল ১১ টা থেকে সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত গাংনী উপজেলার পৃথক চারটি গ্রামে এক স্কুল ছাত্রীসহ ৪জন আত্মহত্যার চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হয়েছে। এরা হলেন, গাংনী উপজেলার ষােলটাকা ইউনিয়নের চেংগাড়া গ্রামের শাহজান আলীর মেয়ে ও স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী আনিকা খাতুন (১৪), ধানখােলা ইউনিয়নের জুগিন্দা গ্রামের আব্দুর রবের ছেলে দুই সন্তানের জনক সাজেদুর রহমান (২৮),কাথুলী ইউনিয়নের মাইলমারী গ্রামের বিলপাড়ার আক্তার হোসেনের ছেলে লিমন হোসেন (২০) ও তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের উত্তর ভরাট গ্রামের নোছার আলীর ছেলে আলিফ হোসেন (৩৮)।

এদের মধ্যে স্কুল ছাত্রী আনিকা টিভিতে সিরিয়াল দেখাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের সাথে বিরোধের জের ধরে শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে হারপিক পান করে।

সকাল ১১ টার দিকে জুগিন্দা গ্রামের সাজেদুর রহমান তার স্ত্রীর সাথে পারিবারিক কলহের জের ধরে নিজ ঘরের আড়ার সাথে গলাই রশি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

মাইলমারী গ্রামের লিমন এক স্কুল ছাত্রীর সাথে দুই বছর যাবত প্রেম করে আসছিল। দুই বছর পর প্রেমে ব্যর্থ হয়ে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নিজ বাড়িতে বিষ পান করে।

এছাড়াও উত্তর ভরাট গ্রামের আলিফ দীর্ঘদিন তার শ্বশুর বাড়ি ষোলটাকা গ্রামে ঘর জামাই হিসাবে বসবাস করে আসছিলেন। সাম্প্রতিক সময়ে বাবার বাড়ি ফিরে আসায় তার স্ত্রী তাকে তালাকের কাগজ পাঠানোর ফলে বিষপান করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক সামসুল আরেফিন মেহেরপুর নিউজকে জানান, আত্মহত্যার চেষ্টাকারীদের ৪জনই সুস্থ্য রয়েছে। সাম্প্রতিক সময়ে গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় পারিবারিক কলহ, দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ, প্রেমে ব্যর্থসহ নানা কারণে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পেয়েছে।

এদিকে সচেতন মহলের মতে,আত্মহত্যার প্রবণতা কমিয়ে আনা অথবা বন্ধে সরকারের পাশাপাশি সকল শ্রেণীর মানুষকে সচেতনতার কাজে অংশ নিতে হবে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মেহেরপুর নিউজকে জানান, গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। আত্মহত্যার চেষ্টাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিধান আছে। সুতরাং এরপর থেকে আত্মহত্যা চেষ্টাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।