মেহেরপুর নিউজ,১৮ ডিসেম্বর:
মেহেরপুরের গাংনী উপজেলায় একটি মুরগি খামারে আগুন লেগে প্রায় নয়’শ ব্রয়লার মুরগি পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক চার লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি খামার মালিকের।
সোমবার সকাল ৮টার দিকে উপজেলার মটমুড়া ইউনিয়নের রাজাপুর গ্রামের সাইফুল ইসলামের পোল্ট্রি খামারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খামার মালিক সাইফুল ইসলাম জানান, সকাল ৮টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় ঘরে থাকা প্রায় নয়’শ মুরগি পুড়ে যায়। এছাড়া ঘরের পাশেই মুরগির খাবার রাখা ছিলো। সেগুলোও পুড়ে গেছে। এতে তার চার লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।। তিনি আরো জানান, বিভিন্ন বেসরকারি এনজিও সংস্থা থেকে ঋণ নিয়ে তিনি এ ব্যবসা শুরু করেন। আগুনে পুড়ে যাওয়ায় এখন তার কাছে আর কিছুই রইল না। এদিকে খামারের আগুনের লেলিহান শিখায় পার্শ্ববর্তী ফজলুর রহমানের বাড়িতে ছড়িয়ে বিভিন্ন সবজি, সবজির বীজ ও ধান-চাল পুড়ে যায়।খবর পেয়ে মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদসহ স্থানীয় ইউপি সদস্য পুড়ে যাওয়া খামার পরিদর্শন করেছেন।
ইউনিয়ন চেয়ারম্যান সোহেল আহমেদ জানান, খামারে থাকা নয়’শ মুরগিরসহ খাবার ও পুড়ে গেছে।