মেহেরপুর নিউজ,২১ এপ্রিল:
মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকদের মাঝে আউশ প্রণোদনার অংশ হিসেবে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। রবিবার সকালে গাংনী শিল্পকলা একাডেমী মিলনায়তনে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। গাংনী উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড.আখতারুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, কাউন্সিলর মো, নবিরুদ্দিন, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম প্রমুখ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. আখতারুজ্জামান মেহেরপুর নিউজকে জানান, গত বছর আউশ মৌসুমে মেহেরপুর জেলার তিনটি উপজেলাতে মোট প্রণোদনা দেয়া হয়েছিল ২৫০০ জন চাষীকে। এবারে মেহেরপুর জেলাতে সেই পরিমান বেড়ে দাঁড়িয়েছে ৫৫০০ জনে, মোট টাকার পরিমাণ ৪৮ লাখ ১২ হাজার ৫০০ টাকা। আউশ প্রণোদনার অংশ হিসেবে প্রতি জন চাষীকে এক বিঘা আউশ ধান (ব্রিধান ৪৮ জাতের ধান) চাষের জন্যে দেয়া হচ্ছে ৫ কেজি বীজ, ১৫ কেজি ডিএপি সার ও ১০ কেজি পটাশ সার। প্রতিজন কৃষককে মোট ৮৭৫ টাকার উপকরণ সহায়তা প্রদান করা হচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, সব পেশার মধ্যে সমৃদ্ধ পেশা হলো কৃষি। কৃষির উন্নতির জন্যে বর্তমান সরকার নানান কর্মসূচি গ্রহণ করেছেন। কৃষি প্রণোদনা সেটারই একটা অংশ। কৃষিতে সরকারি সেবার সবটুকুর যথাযথ ব্যবহার আপনাদেরকেই করতে হবে। অর্ধেক মূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে সে সুযোগকে আপনারা কাজে লাগাবেন। আমাদেরকে কৃষির উপরেই দাঁড়াতে হবে, এর কোন বিকল্প নেই। আপনারা কৃষি বিভাগের সহায়তায় এমন ফসল চাষ করবেন যেন আপনারা লাভবান হতে পারেন । কৃষি ছাড়া সামনে এগুনোর কোন পথ খোলা নেই। আমরা সবাই জননেত্রীর নেতৃত্বে এগিয়ে যাব, তাহলেই সমৃদ্ধ সোনার বাংলা গড়া সহজতর হবে। সংসদ সদস্য আরো বলেন, আমি চেষ্টা করে যাচ্ছি, মেহেরপুরে কৃষি গবেষণার উপকেন্দ্র স্থাপন সহ একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে। আশা করছি সরকারের বর্তমান মেয়াদেই সেটা সফল হবে।